Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

আটঘরিয়া উপজেলার মানচিত্র

http://bbs.atghoria.pabna.gov.bd/sites/default/files/files/bbs.atghoria.pabna.gov.bd/page/6f90115f_85d7_4eb1_81cd_39d395631a61/a976efa69ae14d6dd5e56e50858c63dd.png

 

 

আটঘরিয়া উপজেলার পটভূমি

পাবনা জেলার একটি উপজেলা আটঘরিয়া। ঐতিহাসিকদের মতে মহাভারত বিরোচিত পান্ডবভ্রাতাগণের রাজত্ব ছিল এই অঞ্চলে। কোন এক সময় পান্ডবগন পাবনার মাটিতে যজ্ঞ করেছিল। তখন তেকে এই অঞ্চলটি পাবনা নামে পরিচিত। পাবনার উত্তরে বৃহৎ চলন বিল যা চাটমোহরের দক্ষিণ সীমানা পর্যন্ত বিস্তৃত। পশ্চিম-দক্ষিণে পদ্মা নদী এবং পূর্বদিকে যমুনা নদী প্রবাহিত চিল। মোট কথা পাবনার প্রায় গোটা অঞ্চল ছিল জলমগ্ন। ভূ-প্রকৃতির গঠন হিসেবে তখন পাবনা মূল ভূ-খন্ডের অস্থিত্ব ছিল যে স্থানে তা ঈশ্বরদীর কিছু অংশসহ গোটা আটঘরিয়া যা পদ্মার শাখা চন্দ্রবতী নদীর পূর্বে অবস্থিত ছিল।

ঐতিহাসিক সূত্রে জানা যায়- অতীতে পাবনা জেলায় চোর-ডাকাতের চরম উৎপাত ছিল। বিশেষ করে বৃহৎ চলনবিল অহ্চলের ডাকাতদল রত্নাই ও চন্দ্রাবতী নদী হয়ে দক্ষিণ অঞ্চলে অবাধে চলাফেরা করতো এবং প্রায়ই ডাকাতিতে লিপ্ত হোত।এলাকার জান-মাল রক্ষার্থে প্রথমে আটঘারিয়াতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। পরবর্তীকালে আটঘরিয়া মৃত লালন সিংহের স্ত্রী মাতঙ্গিনী সিংহ ১১ বিঘা জমি দান করেন। উক্ত জমির উপরিই ১৩৩৪ সালে আটঘরিয়া থানা (পুলিশ স্টেশন) ভবন নির্মাণ হয়। পাবনা জেলা শহরের ১৩ কিঃমিঃ উত্তর-পশ্চিমে অবস্থিত এই আটঘরিয়া উপজেলা।

 

 

এক নজরে আটঘরিয়া

 

 

জেলা

পাবনা

উপজেলা

আটঘরিয়া

আয়তন

১৮৬:১৫ বর্গকিলোমিটার

জনসংখ্যা

১,৫৭,২৫৪জন (পুরুষ-৭৮,২৩৭,মহিলা-৭৯,০১৭জন) (২০১১অনুযায়ী)

(মুসলমান-১,৫৪,১৩৬,হিন্দু-২,৮৮৬,খ্রিষ্টান-১২৫,বৌদ্ধ-৪,অন্যান্য-১০৩জন)

ঘনত্ব

৮২১( প্রতি বঃ কিঃ মিঃ)

নির্বাচনী এলাকা

৭১, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)

মৌজা

১১১টি

খানা

৩৮,৪৩৫টি

গ্রাম

১৩০টি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

০১টি

ইউনিয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

০৪টি

ডাকঘর

০৯টি

নদী

০৪টি (চিকনাই, রত্নাই ও চন্দ্রাবতী ও ইছামতি)

হাট/বাজার

১১টি

ব্যাংক

০৬টি

মহাবিদ্যালয়

০৮টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

০৩টি

মাধ্যমিক বিদ্যালয়

২৪টি

সিনিয়র মাদ্রাসা

০৩টি

দাখিল মাদ্রাসা

১৬টি

সরকারী প্রাথমিক বিদ্যালয়

৭৮টি

কওমী মাদ্রসা

০১টি

মসজিদ

২৯৩টি

এতিমখানা

০৬টি

মন্দির

২৮টি

গুচ্ছগ্রাম/আশ্রয়ন প্রকল্প

০৩টি

গীর্জা

০১টি

এনজিও

২৪টি

গভীর নলকূপের সংখ্যা

২১০টি

অগভীর নলকূপের সংখ্যা

১১৬৩টি

পাওয়ার পাম্পের সংখ্যা

৩৬৯টি

খাস পুকুরের সংখ্যা(২০একর পর্যন্ত)

১৭টি

টেলিফোন এক্সচেঞ্জ

০১টি

কমিউনিটি ক্লিনিক

২১ টি

 

 

ইউনিয়ন পরিচিতি

ক্রমিক নং

ইউনিয়নের নাম

আয়তন

লোক

সংখ্যা

মৌজার সংখ্যা

গ্রামের সংখ্যা

মাজপাড়া

১০০৯১ একর

৩৫১০১

২৫

৩২

চাঁদভা

৭৬০২ একর

২৬২৪৫

২১

২৫

দেবোত্তর

৭৫৭৮ একর

২১৭১১

২৬

৩০

একদন্ত

৮৩৮৭ একর

৩৬০৩৯

২৩

২৮

লক্ষীপুর

৯৯৯৪ একর

২৪৪৭২

১৬

১৭

 

পৌরসভা পরিচিতি

*

পৌরসভার নাম

আটঘরিয়া পৌরসভা

*

আয়তন

২৩৪৭ একর

*

জনসংখ্যা

১৩৬৮৬ জন

*

ওয়ার্ড সংখ্যা

৯টি

*

শিক্ষার হার